Thursday, December 3, 2015

রাম জন্ম ভুমি



রাম মন্দির আন্দোলন ভারতের রাজনীতির ইতিহাসে এক গুরুত্ব পূর্ণ ঘটনা যা ভারতের ইতিহাসের মোড় ঘুড়িয়ে দিয়েছিল । কারন রাম মন্দির ভারতের রাষ্ট্র নিষ্ঠা । এই লড়াই জড়িয়ে পড়েছে ভারতের জাতীয় সংস্কৃতি , হিন্দু সংস্কৃতি । কারন আমরা ভারতে পুরুষোত্তম রামের মন্দির প্রতিষ্ঠা করব না আক্রমণকারী অত্যাচারী বিদেশি স্মৃতি বহন করব । যে গর্ভ গৃহে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছে বাবর নামক কোন অত্যাচারী রাজা সেই গর্ভ গৃহে আক্রমণ করে তা ধবংস করে তিনটি গ্নমুজ তৈরি করে তাকে কেঁউ রাষ্ট্রীয় স্মারক হিসাবে স ন্মান জানাবে এদেশের মুসলমানরা , নির্লজ্জ কংগ্রেস নতজানু হয়ে  থাকবে । রাম অযোধ্যা তে জন্মে ছিলেন তার প্রমান দিতে হয় তার চেয়ে লজ্জার কি আছে এদেশের রাম ভক্ত দের । শতাব্দী পর শতাব্দী রাম ভক্তের রক্তে লাল হয়েছে স্রুয়ু নদী । ইংরেজ ভারত ছেরে চলে যাবার সময় দেশ টুকরো করে এক টুকরো দিয়ে গেছে মুসলমান দের হাতে । এরা কেন ?  বাবর কি এদেশের জাতির জনক ছিল ?
অয্যোধ্যা শ্রদ্ধা ও বিশ্বাসের বিষয় । মুষ্টি ময় কয়েক জনের জন্য কোটি কোটি হিন্দুর বিশ্বাস কে এভাবে দীর্ঘ দিন চেপে রাখা যায়না । রাম কোথায় জন্মেছিলেন ন্যায়ালয় নির্ধারণ ক্রুক তখন এ প্রশ্ন অবশ্যই মক্কার পাহাড়ে উপর বসে পয়গম্বর দেবাঙ্গা শুনেছিলেন কিনা ?কিম্বা এক কুমারী মাতা র গর্ভে জন্ম হয়েছে কিনা ? এসব তাদের ধর্ম ও বিশ্বাস ও শ্রদ্ধার বিষয় ।
অন্যরা যখন তাদের শ্রদ্ধা সংগে তা মেনে নিয়েছে রাম ও রাম মন্দিরের বিষয়ে তদের বিশ্বাস ও তাদের ধর্ম কে সবার স ন্মান জানানো উচিৎ ।
হিন্দুস্থানের তিন হাজার মসজিদ তৈরি হয়েছে হিন্দু মন্দির ধবংস করে ।  কাশী ও ম্থুরা মন্দির অউরেংজেব ভেঙ্গে ছিল । আর বাবর অয্যোধ্যায় মন্দির  ভেঙ্গে গোলাকার গ্নমুজ তৈরি করেছিল ।
এ মসজিদ নয় এহচ্ছে বিদেশী আক্রমণের দাসত্বের বেদনা র চিহ্ন । তাই অজধ্যা হিন্দু ধর্ম কে পুন জাগ্রিত করার মহান যজ্ঞ ।



No comments:

Post a Comment