Monday, December 14, 2015
Thursday, December 10, 2015
Wednesday, December 9, 2015
Monday, December 7, 2015
Thursday, December 3, 2015
রাম জন্ম ভুমি
রাম মন্দির আন্দোলন ভারতের রাজনীতির ইতিহাসে এক গুরুত্ব পূর্ণ ঘটনা যা ভারতের ইতিহাসের মোড় ঘুড়িয়ে দিয়েছিল । কারন রাম মন্দির ভারতের রাষ্ট্র নিষ্ঠা । এই লড়াই জড়িয়ে পড়েছে ভারতের জাতীয় সংস্কৃতি , হিন্দু সংস্কৃতি । কারন আমরা ভারতে পুরুষোত্তম রামের মন্দির প্রতিষ্ঠা করব না আক্রমণকারী অত্যাচারী বিদেশি স্মৃতি বহন করব । যে গর্ভ গৃহে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছে বাবর নামক কোন অত্যাচারী রাজা সেই গর্ভ গৃহে আক্রমণ করে তা ধবংস করে তিনটি গ্নমুজ তৈরি করে তাকে কেঁউ রাষ্ট্রীয় স্মারক হিসাবে স ন্মান জানাবে এদেশের মুসলমানরা , নির্লজ্জ কংগ্রেস নতজানু হয়ে থাকবে । রাম অযোধ্যা তে জন্মে ছিলেন তার প্রমান দিতে হয় তার চেয়ে লজ্জার কি আছে এদেশের রাম ভক্ত দের । শতাব্দী পর শতাব্দী রাম ভক্তের রক্তে লাল হয়েছে স্রুয়ু নদী । ইংরেজ ভারত ছেরে চলে যাবার সময় দেশ টুকরো করে এক টুকরো দিয়ে গেছে মুসলমান দের হাতে । এরা কেন ? বাবর কি এদেশের জাতির জনক ছিল ?
অয্যোধ্যা শ্রদ্ধা ও বিশ্বাসের বিষয় । মুষ্টি ময় কয়েক জনের জন্য কোটি কোটি হিন্দুর বিশ্বাস কে এভাবে দীর্ঘ দিন চেপে রাখা যায়না । রাম কোথায় জন্মেছিলেন ন্যায়ালয় নির্ধারণ ক্রুক তখন এ প্রশ্ন অবশ্যই মক্কার পাহাড়ে উপর বসে পয়গম্বর দেবাঙ্গা শুনেছিলেন কিনা ?কিম্বা এক কুমারী মাতা র গর্ভে জন্ম হয়েছে কিনা ? এসব তাদের ধর্ম ও বিশ্বাস ও শ্রদ্ধার বিষয় ।
অন্যরা যখন তাদের শ্রদ্ধা সংগে তা মেনে নিয়েছে রাম ও রাম মন্দিরের বিষয়ে তদের বিশ্বাস ও তাদের ধর্ম কে সবার স ন্মান জানানো উচিৎ ।
হিন্দুস্থানের তিন হাজার মসজিদ তৈরি হয়েছে হিন্দু মন্দির ধবংস করে । কাশী ও ম্থুরা মন্দির অউরেংজেব ভেঙ্গে ছিল । আর বাবর অয্যোধ্যায় মন্দির ভেঙ্গে গোলাকার গ্নমুজ তৈরি করেছিল ।
এ মসজিদ নয় এহচ্ছে বিদেশী আক্রমণের দাসত্বের বেদনা র চিহ্ন । তাই অজধ্যা হিন্দু ধর্ম কে পুন জাগ্রিত করার মহান যজ্ঞ ।
Thursday, November 26, 2015
Wednesday, November 25, 2015
Monday, November 23, 2015
Subscribe to:
Posts (Atom)